বড় ঘোষণা কেন্দ্রের, ১৮ বছরের উর্ধ্বে এবার সকলকেই করোনার টিকা

আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকেই করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। সোমবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হল। প্রসঙ্গত এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই ১৮ বছরের উর্ধ্বে সকলকেই করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। পরে প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে গত এক বছর ধরেই টিকার খোঁজ শুরু করে ভারত। ভারতে এখন তিনটি টিকা ছাড়পত্র পেয়েছে। মোদি আরও বলেন, গণ টিকাকরণে ভারত খুব দ্রুতগতিতে কাজ করে গোটা বিশ্বেই দৃষ্টান্ত স্থাপণ করেছে। এবার আরও ভালো কাজ করতে হবে বলেও জানান নরেন্দ্র মোদি। পাশাপাশি এবার খোলা বাজারেও করোনার টিকা বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.