বাংলায় ক্ষমতায় এলেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’, বললেন যোগী আদিত্যনাথ

বৃহস্পতিবার হুগলির চাঁপদানির  জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির স্টার ক্যাম্পেইনার তিনি। সেই সঙ্গে হিন্দুত্বের পোস্টার বয় বলেও তাঁকে কটাক্ষ করেন বিরোধীরা। এদিন তিনি ইঙ্গিত দিলেন, রাজ্যে ক্ষমতায় এলেই উত্তর প্রদেশের মতো এই রাজ্যেও 'অ্যান্টি রোমিও স্কোয়াড 'তৈরী হবে। বিজেপি বরাবরই এই রাজ্যের নারীদের সুরক্ষা নিয়ে সরব। তৃণমূলের প্রচার স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’-কে কটাক্ষ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যের নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এদিন বলেন উত্তর প্রদেশের ধাঁচে এই রাজ্যেও স্কুলের বাইরে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায় তাঁদের ধরতে ঘুরে বেড়াবে অ্যান্টি রোমিও স্কোয়াড। উল্লেখ্য, ২০১৭ সালে উত্তর প্রদেশে ক্ষমতায় আসার পর ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন করেছিল তাঁর সরকার। বিভিন্ন স্কুলের সামনে নাবালিকাদের উত্যক্ত করে যে সব যুবকরা তাঁদের ধরতে এই বাহিনী গঠন করা হয়। পাশাপাশি তিনি এও বলেন, বিজেপির ইস্তাহারেও উল্লেখ করা হয়েছে মেয়েদের শিক্ষাব্যবস্থার কথা। একই সাথে মহিলাদের গণ পরিবহনের জন্য খরচ লাগবেনা বলেও জানান যোগী।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.