ছত্তিশগড়ে অপহৃত কোবরা জওয়ানকে মুক্তি দিল মাওবাদীরা


ছত্তিশগড়ে অপহৃত কোবরা জওয়ানকে অবশেষে মুক্তি দিল মাওবাদীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গভীর জঙ্গলে ওই জওয়ানকে ছেড়ে দেয় মাওবাদীরা। সেখানে তখন প্রায় ১৫০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই ওই অপহৃত জওয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। এর বেশ খানিকক্ষণ পর রাকেশ্বর সিং মানহাস নামে সিআরপিএফের কোবরা জওয়ান তেরেম ক্যাম্পে ফিরে আসেন। এই খবর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আজ আমার জীবনে সবথেকে আনন্দের দিন। আমি সবসময় ওর ফেরার বিষয়ে আশাবাদী ছিলাম’। উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুকমা-বিজাপুরের সীমান্তবর্তী এলাকায় জোনাগুড়া গ্রামের কাছে বস্তার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের মধ্যেই ওই জওয়ানকে অপহরণ করা হয়েছিল। ওই লড়াইয়ে ২২ জন জওয়ানের মৃত্যুও হয়। এরা সিআরপিএফের কোবরা, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.