এর আগে নির্বাচন কমিশনের শো-কজের মুখে পড়েছিলেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবার সম্পত্তি এবং আয় ব্যায়ের হিসাব চেয়ে তাঁকে নোটিশ পাঠাল আয়কর দফতর। তাঁর আয়-ব্যয়, সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সংক্রান্ত নথি তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু অনুব্রত মণ্ডলই নয়, তাঁর ৪ আত্মীয়কেও নোটিশ দিয়েছে আয়কর দফতর। আগামী এক সপ্তাহের মধ্যেই তাঁদের যাবতীয় তথ্য আয়কর দফতরকে দিতে হবে বলেই নোটিশে বলা হয়েছে। আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাববহির্ভূত সম্পত্তি রয়েছে। নিজের জেলা বীরভূম ছাড়াও তাঁর সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। সেই তথ্য পেতেই অনুব্রত মণ্ডলের চার আত্মীয়কে নোটিশ দিয়েছে আয়কর দফতর। প্রসঙ্গত, শেষ দফা অর্থাৎ আগামী ২৯ এপ্রিল বীরভূমের সব আসনে ভোট। আর তাঁকে জবাব দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। আয়কর দফতর সূত্রের জানা যাচ্ছে, বেনামে প্রচুর সম্পত্তির মালিক অনুব্রত। তাঁর কাছে যে পরিমাণ নগদ টাকা রয়েছে, সেটাও নেহাত কম নয়। ফলে আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই এই সম্পত্তি নাকি বেনামী সম্পত্তি? সেটা জানতেই আয়কর দফতরের নোটিশ।
Post a Comment
Thank You for your important feedback