করোনার জের, বিদেশে নিষেধাজ্ঞার পথে ভারতীয় উড়ান

২০২০ সালের ভয়াবহ করোনা পরিস্থিতির সময় ভারতে নিষিদ্ধ করা হয়েছিল বিদেশি বিমানের আগমন। ইউরোপ এবং আমেরিকায় যে ভাবে কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়েছিল, তাতে ভারত সরকার বাধ্য হয়েছিল বিদেশি যোগাযোগ বন্ধ করতে। কিন্তু বিদেশে আটকে পড়া ভারতীয় এবং জরুরী কাজের সঙ্গে যুক্তদের জন্য ‘বন্দে ভারত মিশন’ প্রকল্পে কিছু বিমান পরিষেবা চালু হয়। কিন্তু চলতি বছরের মার্চ মাস থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে পটভূমি। এবারে নব্য করোনার জন্ম হয়েছে বিলেতে। যাকে করোনার নয়া স্ট্রেন আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে লন্ডনগামী যোগাযোগ বাতিল করেছিল ব্রিটেন। কিন্তু সেই নতুন করোনা যে ভারতে এসে ভয়ঙ্কর রূপ নেবে কে জানতো? ভারতে সংক্রমণ এখন বিশ্ব রেকর্ড গড়েছে। এরপর নড়েচড়ে বসেছে আমেরিকা, ব্রিটেন বা জার্মানির মতো দেশগুলি। তাঁরা ভারতীয় উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যেই। কানাডাও বাতিল করছে বিমান যোগাযোগ ব্যবস্থা। ফলে বিদেশ থেকে যারা এসেছিলেন তাঁরা দ্রুত ফিরে যেতে চাইছে নিজ দেশে। তিন শক্তিশালী দেশের মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশও ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা যায় নাকি ভাবছে। এখন এ দেশে আইপিএল চলেছে, সেখানে ৫০ অধিক বিদেশি খেলছে প্রশ্ন উঠেছে তাদের নিয়েও।   
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.