কলকাতায় রোড শো করেই তড়িঘড়ি দিল্লি ফিরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তাঁর হুগলির শ্রীরামপুর এবং চুঁচুড়ায় জনসভা করার কথা ছিল। তবে দুটি সভাই এদিন বাতিল হয়েছে। বিজেপি সূত্রের খবর, জরুরী বৈঠকে যোগ দিতেই তিনি তড়িঘড়ি দিল্লি উড়ে যান। সোমবার বেলা ১১টায় জে পি নাড্ডার প্রথম জনসভা ছিল হুগলির শ্রীরামপুরে। দুপুর একটা পর্যন্ত অপেক্ষার পর জানা যায়, জে পি নাড্ডা কলকাতায় এসে পৌঁছাতে পারেননি। জানা যায়, দিল্লিতে সাংগঠনিক কাজে তিনি ব্যস্ত হয়ে পরায় তিনি আসতে পারেননি। অপরদিকে বিজেপির দাবি হুগলির শ্রীরামপুরেও নাড্ডার সভা বাতিল হয় শেষ মুহূর্ত পর্যন্ত সভার অনুমতি না মেলায়। তিনি অন্য একদিন শ্রীরামপুর আসবেন। যদিও তৃণমূলের কটাক্ষ, সভায় লোক হবে না তাই সভা বাতিল করতে হয়েছে। বিকেলে চুঁচুড়াতেও জনসভা বাতিল করে দিল্লি উড়ে যান জে পি নাড্ডা।
তবে এদিন কলকাতায় এসে রোড শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং বেহালা পূর্বের প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারকে পাশে নিয়ে রোড শো করলেন জে পি নাড্ডা। পরে তিনি বলেন, বাংলার মানুষের দমবন্ধ হয়ে আসছে। তাঁরা এবার স্বাধীন হতে চাইছেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন গুন্ডামি, দুর্নীতি, তোলাবাজি, কাটামানি সব কিছু থেকে মুক্তি চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দিয়ে এই রাজ্যে বিজেপিকে স্বাগত জানাতে সবাই প্রস্তুত। তিনি টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে নিয়েও বলেন, টালিগঞ্জ শিল্পীদের জায়গা। সেখানে এক শিল্পী বাবুল সুপ্রিয় প্রার্থী হয়েছেন। তাঁকে সমর্থন করা প্রয়োজন।
Post a Comment
Thank You for your important feedback