তৃতীয় দফার ভোটে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তায় কড়া কমিশন

তৃতীয় দফায় বুধবার দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে ভোটগ্রহন হবে। মোট ৩১টি আসনে ভোট হবে আগামীকাল। তার আগে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই তিন জেলায়। এরমধ্যে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই পাঠানো হয়েছে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যারমধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিস জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিস জেলায় ৬৪ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। হাওড়া জেলার ৭টি আসনে ভোটের জন্য থাকছে ১৪৪ কোম্পানি বাহিনী। যারমধ্যে হাওড়া কমিশনারেট এলাকায় থাকছে ১১ কোম্পানি আর হাওড়া গ্রামীণ এলাকায় ১৩২ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে।


হুগলি জেলার ৮টি আসনের জন্য পাঠানো হয়েছে ১৬৭ কোম্পানি আধা সেনা। কমিশনের তরফে জানানো হয়েছে মূলত নিরাপত্তা ব্যবস্থা এবং অশান্তি এড়াতেই এত পরিমান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বাংলার রাজনৈতিক মহলের নজর দক্ষিণ ২৪ পরগনার আসনগুলিতে। বুধবার এই জেলার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুরে ভোটগ্রহন হবে। তৃণমূলের গড় এই জেলায় এবার বিজেপিও টেক্কা দিতে তৈরি। ফলে গোলমালের আশঙ্কা থেকেই যায়। তাই আগাম সতর্ক কমিশন। হাওড়ায় ভোট হবে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুরে। এবং হুগলির আটটি আসন হল জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post