মধ্যরাতে নৈহাটিতে শুটআউট,গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী

 

ভোটপর্ব চলাকালীন রাজ্যে একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে। কাঠগড়ায় বারবার শাসকদলের নাম উঠে আসছে। আবার ও নৈহাটিতে শিকার হল সক্রিয় এক  বিজেপি কর্মী।রবিবার রাতে  বিজেপি কর্মী মিঠুন পাশওয়ান  একটি পুজোর অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন। আর ঠিক সেই সময় একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায় । প্রায় ৫০ জন দুষ্কৃতী হঠাৎ তাকে ঘিরে ফেলে।এরপর তারা বন্দুক বার করে বিজেপি কর্মীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। কিন্তু গুলি চালানোর সময় মিঠুন পাশওয়ান বন্দুকটি হাত দিয়ে ধরে ফেলায়  তার হাতে গুলিটা লাগে। এরপর তার মাথায় চপার  দিয়ে কোপানো হয়. রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকে।

 

এরপর তাকে প্রথমে নৈহাটি  জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়. অবস্থার অবনতি থাকার জন্য তাকে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করানো হয়. খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র। তিনি জানিয়েছেন,'বিভিন্ন জায়গায় তৃনমূলের গুবন্দাবাহিনী অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। বোমাবাজি করছে যাতে কেউ ভোট দিতে না পারে। প্রতিনিয়ত তৃণমূল অত্যাচার চালাচ্ছে। আমরা পুলিশ, নির্বাচন কমিশনকে জানিয়ে কোনো সুরাহা পাইনি। এদিকে ভোটের  আগেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে  নৈহাটি  এলাকা।  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.