বাকি চার দফায় মোদির ৯ সভা বঙ্গে, একদিনেই তিন!


পঞ্চম দফার ভোটগ্রহন আগামী শনিবার। সেই দিনই ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর আগে আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সভা করবেন তিনটি। একদিনে এটাই তাঁর সর্বাধিক সভা। সোমবার প্রথমে পশ্চিম বর্ধমানের তালিত এলাকায় জনসভা করবেন মোদি। এর পরে নদিয়ার কল্যাণী এবং শেষ সভা উত্তর ২৪ পরগনার বারাসতে। রাজ্যে আরও চার দফার ভোট বাকি। আর এই চার দফার আগে আরও ৪ বার বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, আগামী শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ এপ্রিল তাঁর সমাবেশ হওয়ার কথা আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোটগ্রহনের দিনও তাঁর দুটি জনসভা হবে। একটি মালদায় এবং অন্যটি মুর্শিদাবাদে। এরপর শেষ দফার ভোটের আগে তিনি ফের বাংলায় পা রাখবেন। আগামী ২৪ এপ্রিল, শনিবার প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা দক্ষিণ কলকাতা ও বোলপুরে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.