করোনা বাড়াচ্ছে উদ্বেগ, পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নবান্নের

 


 ভোটের মরশুমে  বাড়ছে করোনা । দ্বিতীয়বার করোনার রেশ  আছড়ে পড়ছে দেশে। জটিল হচ্ছে পরিস্থিতি। তাই পরিস্থিতি সামাল দিতে একাধিক জেলার জেলাশাসকদের  সঙ্গে  বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। ভোটের  জন্য একাধিক জায়গায় রাজনৌতিক দলের মিটিং মিছিলে জমায়েতের কারণকে দায়ী করছে চিকিৎসকরা। এদিকে ১০ জেলার  নির্বাচন শেষ। সেইসমস্ত  জায়গাতে করোনা সামাল দিতে তৎপর নবান্ন। এদিন বৈঠকের পর জানানো হয়,বাজারের মত জনবহুল এলাকাগুলিতে মাইকিং প্রচার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার  ব্যবহারের প্রচার চালাতে  হবে।  একজায়গায় ভিড় না করার সতর্ক করতে হবেএদিকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করতে হবে শহরগুলিতে ।কলকাতা পুরসভাকে ২৪ ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দিল নবান্ন। পয়লা বিসকে ভিড় সামলাতে নজর দেওয়ার কথা বলেছে নবান্ন। সংক্রমণের হার বাড়তেই তাই নবান্নের এই সিদ্ধান্ত।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post