এবার দুবরাজপুরে বিজেপি প্রার্থীর ওপর হামলা

 

রবিবার সকালে দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহা প্রচারে বেরোন। সেসময় আচমকাই একদল দুষ্কৃতী তাঁর গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যায়, দুবরাজপুরে খয়রাশোল ব্লকে লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে প্রচার সেরে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। এমনকি তাঁর গাড়ি দাঁড় করিয়ে রীতিমত প্রার্থীর ওপর আক্রমণ চালানো হয় বলেই দাবি বিজেপির। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে, গাড়ির উপর ইট, পাথর ছোড়া হয়েছে। 

 

 

এছাড়া বিজেপি প্রার্থী অনুপ সাহার সঙ্গে থাকা বেশ কয়েকজন বিজেপি কর্মীদের বাইকও ভাঙচুর করা হয়েছে। গেরুয়া শিবির অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। হামলার পরই তাঁরা সেখান থেকে পালিয়ে যায়’। বিজেপি প্রাথী ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা পরে থানায় অভিযোগ করেন।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.