আইপিএলে আজ নামছে KKR, দলে হরভজন না বরুণ?


করোনা আবহের মধ্যেই ফের দেশে ফিরেছে ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল। চলতি আইপিএলের দুটি ম্যাচও হয়ে গিয়েছে। এবার মাঠে নামার পালা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। রবিবারই হাইভোল্টেজ ম্যাচে তাঁরা খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ফলে এই ম্যাচে প্রথম একাদশ নিয়ে কৌতহল তুঙ্গে নাইট সমর্থকদের মধ্যে। আসুন দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ কিরকম হতে চলেছে কেকেআর দলের। 


ওপেন করবেন শুভমন গিল। তরুণ এই ব্যাটসম্যান ইতিমধ্যেই নিজেকে প্রমান করেছেন। তাঁর সঙ্গে ওপেনে আসতে পারেন মারকুটে ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি। তিনে ব্যাট করতে আসার কথা নীতীশ রানার। গত আইপিএলেও তাঁকে অধিকাংশ ম্যাচে তিনে পাঠানো হয়েছিল। মিডল অর্ডারে দলের মূল ভরসা অধিনায়ক ইয়ন মর্গ্যান। দলের রান বড় অঙ্কে নিয়ে যেতে তাঁর ব্যাটের দিকেই তাঁকিয়ে নাইট টিম ম্যানেজমেন্ট। এবার শুধুই উইকেটকিপিং করবেন গতবারের অধিনায়ক দীনেশ কার্তিক। ফলে চাপমুক্ত কার্তিকের ব্যাটেও রান আসার অপেক্ষায় নাইট সমর্থকরা।


 এবার কেকেআর দলের তুরুপের তাস হতে চলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। গত বিশ্বকাপের মতো পারফর্মেন্স করতে পারলেই তিনি নাইটদের নয়নের মনি হয়ে উঠবেন। লোয়ার মিডল অর্ডারে ঝড় তুলতে নাইটদের বড় ভরসা ক্যারাবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গত বরের আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না, তাই এবার বাড়তি তাগিদ থাকবে রাসেলের। চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে হায়দরাবাদকে চাপে ফেলতে নাইটদের হাতে দুটি অস্ত্র আছে। একজন অভিজ্ঞ হরভজন সিং, যাকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। 


আর রয়েছে বরুণ চক্রবর্তী, গত মরশুমে নাইটদের হয়ে বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন এই ঘুর্ণি বোলার। ফলে কে এদিন প্রথম একাদশে থাকবেন তার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স নাইট বোলিংয়ের বড় ভরসা। পাওয়ার প্লে-তে দ্রুত উইকেট তুলে নিতে তাঁর জুড়ি মেলা ভার। কামিন্সের সঙ্গে থাকবেন তরুণ ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। এই জোরে বোলার ইংল্যান্ড সিরিজে নজর কেড়েছেন। এখন দেখার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করতে পারেন কিনা।
 ছবিঃ KKR twitter

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post