করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা সোনু সুদ

 


বলিউড জগতে বাড়ছে করোনা। করোনায় আক্রান্ত এবার সোনু সুদ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের উদ্দেশে জানান, আজ সকালে জানতে পারি আমার করোনা রিপোর্ট পজিটিভ। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। এককথায় আমি  সুপার পজিটিভ। আপনারা চিন্তা করবেন না। এইসময় বাড়িতে বসে আপনাদের সমস্যার সমাধান করব। আমি আপনাদের পাশে সবসময় আছি।


এই করোনাকালে অভিনেতা নিজেই  মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন। সেইসময়ে ভগবানের মত হয়ে সোনু সুদ  তাদের পশে দাঁড়ান। শ্রমিকদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেন। তার পাশাপাশি খাবার, পানীয় জল এবং কিছু অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। বলা যায়  এককথায় 'গরিব কা  ত্রাতা ' হিসেবে পরিচিতি পান।
 

অভিনেতা সোনু সুদ সবসময় মানুষের পাশে থাকতে তাদের সমস্যা কে ভাগ করে নিতেই বেশি পছন্দ করেন। কিন্তু এবার তিনি ঘরবন্দি হয়ে গেলেন বেশকিছুদিনের জন্য। যদিও এই খবরে নেট দুনিয়ায় ঝড় উঠতে দেখা গেল অনুরাগীদের। তার দ্রুত সুস্থ্যতা কামনা করল অনুরাগীরা। তবে অভিনেতা নিজেও কিন্তু থেমে নেই। বাড়িতে বসেই নেটের মাধ্যমে মানুষের সমস্যা  মেটাতে ব্যস্ততায়  রিয়েল হিরো।






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.