কয়লা পাঁচার কাণ্ডে বাঁকুড়া থানার আইসি



কয়লা পাচার কাণ্ডে এবার  বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে রবিবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তিনি তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের আত্মীয়।   কয়লা ও গরু পাচার কাণ্ডে শুধু ইডি নয় এর পাশাপাশি সিবিআই ও তদন্ত করছে ।এদিকে পুলিশ আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এই দুই সংস্থা। যদিও গরু ও কয়লা পাচার কাণ্ডে  পুলিশ প্রশাসনের একাংশই জড়িত।  এদিকে কয়লা পাঁচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালকে জিগেসাবাদ করা হলো। তবু ও তার উত্তরে সন্তুষ্ট নন সিবিআই । এরপর সোমবার তাকে আবার তলব করা হবে।  ইডি সূত্রের খবর , এবার একটি তালিকা তৈরী করা হচ্ছে। সেখানে যারা যারা এই দুই কাণ্ডে জড়িত আছেতারদেরকে জেরা করবে এই দুই সংস্থা। কয়লা ও গরু পাচার  কাণ্ডে  যেসব প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে সংস্থা। একের পর এক নাম উঠে আসছে এই দুই কাণ্ডে। তবে এবার এই দুই সংস্থা একেবারে জেরা করতে কোনোভাবে ই ছাড়ছেন না বলা যায়।  coal scam case in west bengal arrested bankura police officer

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.