নজরে মানিকতলা

 
উত্তর কলকাতার প্রাচীন স্থান মানিকতলা | ব্রিটিশ আমলে বিপ্লবের ঘাঁটি থেকে শহরের সেরা মাছ ও সব্জির বাজার মানিকতলা| উল্টোডাঙা বস্তি থেকে শহরের বিখ্যাত স্কুল কলেজ এখানে | নক্সালদের আস্তানায় ছিল মানিকতলা | আগে বড়তলা কেন্দ্র এখন মিশে গিয়েছে মানিকতলায় | গত পঞ্চাশ বছরে কংগ্রেসের ঘাঁটি পরে তৃণমূলের হাতে চলে যায় কারণ সাধন পান্ডে | দুর্দান্ত সংগঠন তাঁর, জীবনে কোনও দিন বিধানসভায় হারেন নি | ২০১৯এর লোকসভায় জটিল দিনেও অঞ্চল ছিল তৃণমূলের দখলে | কিন্তু এবারে ?
এই কেন্দ্রে তিনটি দলই শক্ত প্রার্থী দিয়েছে | সাধনবাবু তো আছেনই অন্যদিকে সিপিএম প্রার্থী রুপা বাগচীরও সংগঠন আছে এখানে যদিও গত লোকসভায় বামের জামানত বাজেয়াপ্ত হয়েছিল এই কেন্দ্রে | রুপা একবার বিধায়ক হয়েছিলেন এবং তিনি পৌরসভার কাউন্সিলর ছিলেন | বিজেপি এবারে এখানে প্রার্থী করেছে প্রাক্তন গোলকীপার এবং বর্তমানে ফুটবলের ধারাভাষ্যকার কল্যাণ চৌবে | ক্রীড়া মহলে ভদ্রলোক হিসাবে খ্যাতি আছে কল্যাণের | লোকসভায় কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর কাছে পরাজিত হয়ে এবার ফের টিকিট পেলেন | এখানে পরিষ্কার বার্তা সিপিএম যত ভোট কাটবে তত সুবিধা মন্ত্রী সাধন পান্ডের |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post