প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের, প্রতিবাদে আজ কলকাতায় ধরনায় বসছেন মমতা

সোমবার নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে  নিষেধাজ্ঞা জারি করেছে। বলা হয়েছে ,১২ এপ্রিল রাত  ৮ তা থেকে ১৩ এপ্রিল রাত ৮ টা  পর্যন্ত কোন ও  প্রচার করা যাবেনা ।প্রচার নিষেধাজ্ঞার জেরে এই নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়  কলকাতার  গান্ধী মূর্তির পাদদেশে ধরনায়  বসবেন। যদিও সেই কথা গতকাল রাতে তিনি নিজেই টুইট করে  জানিয়েছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের  দুটি মন্তব্য  কে কেন্দ্র করেই নির্বাচন কমিশন প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ছিল সংখ্যালঘু ভোট সম্পর্কিত ,আরেকটি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও নিয়ে। এই মন্তব্যের  জেরে ৭ তারিখ  মমতাকে শোকজ করেন কমিশন।এরপর তৃণমূল নেত্রী সেই শোকজের উত্তর বেছে  দেন।তার উত্তরে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। এরপর কমিশন কড়া  সিদ্ধান্ত নেয় । কমিশনের বক্তব্য এইধরণের মন্তব্য প্ররোচনামূলক ও আইনশৃঙ্খলাতে ও কুপ্রভাব ফেলতে পারে। এদিকে ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন,তার আগে আগামী ২৪ ঘন্টা মমতার প্রচারে নিষেধাজ্ঞা।আর তার জেরে তৃণমূল নেত্রী আজ ধরনায়  নামছেন গান্ধী মূর্তির পাদদেশে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.