মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্র

মঙ্গলবার  অর্থাৎ আজ দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্র। আগামীবছর ১৪ মে পর্যন্ত তিনি এই পদে থাকবেন। যদিও ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত ছিলেন সুশীল চন্দ্রা। এদিকে গত লোকসভা নির্বাচনে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সুনীল অরোরা। যদি ও লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে সুনীল অরোরার তত্ত্বাবধানে।  প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বাংলা। রাজ্যে আট  দফায় নির্বাচন। এদিকে চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিলতে নতুন ভোটারের প্রাণ হারানো থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হতাশায় ফেলেছে। অন্যদিকে মমতা বন্ধোপাধ্যের প্রচারে এ নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে আজ এরম অবস্থায় দায়িত্ব নিতে চলেছেন সুশীল চন্দ্র।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.