দেশে দ্বিতীয় করোনা ওয়েভ চলছে। আতঙ্কে দেশবাসী। এদিকে শুরু হরিদ্বারে কুম্ভমেলা । শাহি স্নানের উদ্দেশ্যে বহু পূর্ণ্যাথী কুম্ভমেলায় সামিল হয়েছে। আতঙ্ক বাড়াচ্ছে রীতিমত কুম্ভমেলা। শুক্রবার কুম্ভমেলায় ৩০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে. করোনায় আক্রান্ত হয়ে দেরাদুনের বেসরকারি হাসপাতালে মারা যান মধ্যপ্রদেশের মহান নির্বাণ আখড়ার প্রধান সন্ন্যাসী স্বামী কপিল দেব। একদিকে দেশে হু হু করে বাড়ছে করোনা।অন্যদিকে কুম্ভমেলায় ভিড় জমাচ্ছে পূর্ণ্যাথীরা। করোনা বিধি একেবারে শিকেয় তুলে দিয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুম্ভ মেলা চত্বরে মোট ২ লাখ ৩৬ হাজার ৭৫১ জন পূর্ণ্যাথীদের করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসে ১০৭১ জনের। এদিকে কুম্ভমেলা জমায়েত রুখতে তৎপর হয়েছে প্রশাসন। অন্যদিকে সামাজিক দূরত্ববিধি মানছেনা কেউ । কারোর মাস্ক নেই মুখে। ভিড় বাড়াচ্ছে মেলায়। সেখানে জমায়েত রুখতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তাই বাড়ছে ও আক্রান্তের সংখ্যা।
কুম্ভমেলায় করোনার আতঙ্ক , দেরাদুনে করোনার কবলে মৃত্যু এক সন্ন্যাসীর
0
April 16, 2021
Tags
Thank You for your important feedback