আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। প্রাণ গেল ৮ জনের। এই হামলার জেরে বেশ কয়েকজন আহত হয়. বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসের ঘটনা। পুলিশ সূত্রের খবর ,যদিও এই ঘটনার স্বীকারোক্তি করে জানানো হয়, হামলাকরীরা ও গুলি খায়। পুলিশের এক মহিলা মুখপাত্র জিনিয়া কুকু জানিয়েছেন ,ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেহঠাৎই বন্দুকবাজি চলে। তবে কি কারণে এই বন্দুকবাজির ঘটনা। গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কে আমেরিকাবাসী।
আমেরিকায় ফের বন্দুকবাজ
0
April 16, 2021
Tags
Thank You for your important feedback