করোনার জের, ব্রিটেনের হিথরোয় ভারত থেকে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা


 ভারত থেকে অতিরিক্ত  একাধিক বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেনের হিথরোর বিমানবন্দর। এদিকে ব্রিটেন একাধিক দেশকে 'লাল' তালিকাভুক্ত করেছে। যার মধ্যে রয়েছে ভারত। শুক্রবার ব্রিটেনের তরফে এই সিধান্তের কথা জানানো হয়েছে। করোনা সংক্রমণের কথা বিচার করেই কিন্তু ব্রিটেন এই তালিকা  তৈরী করেছেন। ভারতীয়দের প্রবেশ আটকাতে ব্রিটেন বিমানবন্দরের কড়াকড়ি পদক্ষেপ।


যদিও  ব্রিটেনের প্রধানমন্ত্রী  বরিস জনসন জানিয়েছিলেন, করোনার  দাপট বাড়তে তিনি ভারত সফরে যাবেন না। এদিকে ভারত থেকে কেউ ব্রিটেনে প্রবেশ করতে পারবেনা সেকথা  সাফ জানিয়েছিলেন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘‘আমাদের এই বিপদের সময়ে কিছু কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই নির্দেশের অর্থ, কোনও ব্যক্তি, যিনি ব্রিটেন বা আয়ারল্যান্ডের বাসিন্দা নন, অথচ লাল তালিকাভুক্ত দেশগুলিতে শেষ ১০ দিন ছিলেন, তাঁদের ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না।’’ ব্রিটেনের সংসদেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনার কবলে ভারতীয় প্রজাতিতে ১০০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এরপরই  ব্রিটেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.