ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে 'গো ব্যাক' ধ্বনি

নজরে ষষ্ঠ দফার ভোট। এই দফায় সকলেরই নজর ব্যারাকপুরের দিকে। এই প্রাচীন শিল্পাঞ্চলকে বিশেষ তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। এই এলাকার জন্য বাড়তি কেন্দ্রীয় বাহিনী, ৫টি অতিরিক্ত QRT ভ্যান এবং একজন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তবুও অশান্তি থেমে নেই। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, তাঁকে ঘিরে চলল তুমুল বিক্ষোভ। তাঁকে শুনতে হল গো ব্যাক ধ্বনি। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগন দেন বিজেপি কর্মীরা।বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ চক্রবর্তী ও তাঁর সহযোগীদের থেকে করোনা ছড়াতে পারে এলাকায়। তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। ওই বুথে ঢোকার মুখে এবং বেরোনোর সময় গো ব্যাক ধ্বনি দিতে থাকেন বিজেপির সমর্থকরা। এরপরই খবর পেয়ে সেখানে পৌঁছে যান ব্যারাকপুরের প্রাক্তন পুর প্রশাসক উত্তম দাস। তিনিই তৃণমূল প্রার্থীকে সেখান থেকে বের করে আনেন। উল্লেখ্য রাজের স্ত্রী শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.