করোনা আতঙ্কে ভারত সফর বাতিল বরিস জনসনের

 
ভারতে ফের নতুন করে  বাড়ছে সংক্রমণ। চলতি মাসের শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফরে আসর কথা ছিল । কিন্তু পরিস্থিতি ভয়ানক হওয়ায় তিনি সফর বাতিল করলেন। এরপর সোমবার বিদেশ মন্ত্রকে তরফে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজন। তার জেরেই এই সফর বাতিল করা হয়েছে। তবে ভারত-ব্রিটেনের মধ্যে সুস্পর্ক বজায় রাখতে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা  হবে। এর আগেও তার ভারত সফরের কথা ছিল। কিন্তু ক্রমশ করোনার ঢেউ আছড়ে পরায় তার একাধিক  কর্মসূচি বাতিল করা হয়েছে। এরপর ফের তার সফরসূচি ঠিক হয় এপ্রিলে। কিন্তু শেষমেষ তা ও রক্ষা হল না। এবারেও সফর বাতিল করা হল। তবে এই ভার্চুয়ালি বৈঠক কবে হবে তা এখনি জানানো হয়নি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.