টানটান উত্তেজনার ম্যাচে রোহিতদের হারাল বিরাট বাহিনী


২০২১ আইপিএল শুরু হল গ্র্যান্ড ম্যাচ দিয়ে। মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির আরসিবি। টানটান উত্তেজনার ম্যাচে জিতলেন অবশ্য বিরাট বাহিনীই। ম্যাচের নায়ক গুজরাটের তরুণ পেসার হর্শল প্যাটেল। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ফলে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে করল ১৫৯ রান। আইপিএল-এর নিরিখে এটা খুব বেশি নয়। তবুও চাপে পড়ল আরসিবি। ম্যাচ গড়াল শেষ বল পর্যন্ত। তবে বিরাটদের হয়ে কাজের কাজটা করে দিলেন এবি ডিভিলিয়ার্স। মোক্ষম সময়ে ২৭ বলে ৪৮ রান করে রান আউট হন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। ১৫৯ রান তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল আরসিবি। অধিনায়ক কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ নিজেদের দখলে নিয়ে এসেছিল একসময়। কিন্তু দুজনকেই দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরে আসে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে এবি দুর্দান্ত খেলে ম্যাচ বের করে নিয়ে আসে। শেষ বলেই প্রথম ম্যাচ জিতে আইপিএল অভিযান শুরু করল রয়াল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। ম্যান অফ দি ম্যাচ হর্শল প্যাটেল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.