করোনা পরিস্থিতিতে ভোটের আয়োজনে কমিশনের গাফিলতি, ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

 

করোনা পরিস্থিতিতে বিধানসভা ভোটের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সক্রিয়তা দেখাচ্ছে না নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটের মধ্যেই বৃহস্পতিবার এই কথা জানাল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কমিশনের সক্রিয়তার উদাহরণ দিতে গিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনের কথাও বলেছে হাইকোর্ট। এদিকে করোনা আবহে ভোট পিছিয়ে দেওয়ার  দাবি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণনের বেঞ্চ জানিয়েছে, কমিশন দায়সারা ভাবে কাজ করছে। শুধুমাত্র নির্দেশিকা জারি করেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এদিকে জনগণের ওপর ছেড়ে দিচ্ছে কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের ভূমিকা নিয়ে  অসন্তুষ্ট প্রকাশ করছেন কলকাতা হাইকোর্ট।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.