প্রকাশ্যে এবার সলমনের 'রাধে' ট্রেলার

 

শেষমেষ  অপেক্ষার অবসান। বৃহস্পতিবার প্রকাশ পেল 'রাধের' ট্রেলার। এবছর ঈদে বক্স অফিস কাঁপাতে রাধে হয়ে ফিরছেন বলিউড অভিনেতা সলমন খান. ঈদ মানেই ভাইজানের ছবি মুক্তি।  প্রতিবছরেই এইসময়ে তার ছবি মুক্তি পায়. কিন্তু ২০২০ সালে করোনা অতিমারীর জেরে ছবি মুক্তি সম্ভব হয়নি। তবে সলমন খান কথা দিয়েছিলেন এবছর অত্র ছবি মুক্তি পাবেই। আর সেই কোথায় তিনি রাখলেন। মার্চে তার ছবির টিজার প্রকাশ হয়.এরপর আজ তার ছবির ট্রেলার প্রকাশ হল. এর পাশাপাশি  আগামী ১৩ মে তার ছবি মুক্তি পাবে।


২০০৯ সালে মুক্তি পেয়েছিল সলমন খানের ‘ওয়ান্টেড’। ছবিতে রাজবীর শেখাওয়াত ওরফে রাধের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। সেই চরিত্রকেই যেন ফিরিয়ে আনা হয়েছে নতুন এই ছবিতে। যদিও এটি সিক্যুয়েল কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর নেই। নতুন এই ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা । সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। তবে এই করোনা পরিস্থিতিতে তার এই ছবি মুক্তির মধ্যে অভিনবত্ব রয়েছে বলা যায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.