মঙ্গলবার রাজ্যের তিন জেলার ৩১ আসনে ভোটগ্রহন চলছে।
সামান্য কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি বাদে ভোটগ্রহন নির্বিঘ্নেই চলছে।
নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এদিন ভোটের হারও সন্তোষজনক। এদিন বিকেল ৫টা
পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৭.৬৮ শতাংশ। এরমধ্যে হুগলি জেলায় সর্বোচ্চ ভোট
পড়ছে বলেই জানাচ্ছে কমিশন। তিন জেলার মধ্যে হুগলিতে ৮ আসনে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। হাওড়া জেলার ৭ আসনে ভোট পড়েছে ৭৭.৯২ শতাংশ এবং দক্ষিণ ২৪
পরগনার ১৬ আসনে ভোট পড়েছে ৭৬.৭৪ শতাংশ। রেকর্ড ভোট পড়ছে হুগলির গোঘাটে।
গতকাল রাত থেকেই উত্তপ্ত গোঘাটে ভাটদানে কোনও সমস্যা হয়নি। এদিন বিকেল ৫টা
পর্যন্ত গোঘাটে ভোট পড়েছে ৮৪.৭১ শতাংশ। এবার দেখে নিন কোথায় কত ভোট পড়ল ….
হুগলি জেলা-
গোঘাট- ৮৪.৭১%
আরামবাগ- ৭৯.০০%
ধনেখালি- ৭৯.২১%
হরিপাল- ৭৫.৩৮%
জাঙ্গিপাড়া- ৮০.২২%
খানাকুল- ৭৬.০০%
পুরশুড়া- ৮২.০০%
তারকেশ্বর- ৭৮.৩৭%
হাওড়া জেলা-
আমতা- ৭৩.২৭%
বাগনান- ৮০.২৬%
জগৎবল্লভপুর- ৭৮.১৩%
শ্যামপুর- ৮০.০০%
উদয়নারায়নপুর- ৮০.২৫%
উলুবেড়িয়া উত্তর- ৭২.৫৯%
উলুবেড়িয়া দক্ষিণ- ৮১.০০%
দক্ষিণ ২৪ পরগনা জেলা-
বারুইপুর পূর্ব- ৭৩.২০%
বারুইপুর পশ্চিম- ৭৫.৬০%
বাসন্তী- ৮০.২৬%
বিষ্ণুপুর- ৭৯.০০%
ক্যানিং পূর্ব- ৭৯.৮৬%
ক্যানিং পশ্চিম- ৮০.০০%
ডায়মন্ড হারবার- ৭৫.১৭%
ফলতা- ৭৫.২১%
জয়নগর- ৭৬.৩০%
কুলপি- ৭৬.৪১%
কুলতুলি- ৭৬.২৪%
মগরাহাট পূর্ব- ৭৪.২১%
মগরাহাট পশ্চিম- ৭৪.৮৪%
মন্দিরবাজার- ৭৪.৮৭%
রায়দিঘি- ৭৭.৬৩%
সাতগাছিয়া- ৭৮.০০%
Thank You for your important feedback