মঙ্গলবার কোচবিহারের প্রচারে আসলেন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব রাজনীতির ইতিহাসে কোনও রাজ্যে প্রধানমন্ত্রীর এতো ঘন ঘন আসা এর আগে হয়নি। একটাই লক্ষ্য যে কোনও ভাবে বাংলা দখল করতে হবে। বাংলাতে মমতা জিতে গেলে সারা দেশে খুবই নেতিবাচক বার্তা যাবে এবং কৃষি আন্দোলন থেকে বিরোধীরা একাট্টা হয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করবে। ফলে সর্ব শক্তি নিয়ে টীম মোদি লড়ে যাচ্ছেন। আগের দুই পর্বের ভোটে খুশি নয় বিজেপি বলে বার্তা এসেছে, জানিয়েছিলেন একসময়ে বিজেপির বরিষ্ঠ নেতা যশবন্ত সিনহা। তাই নাকি প্ল্যান বদলে ময়দানে মোদি।
যাই হোক না কেন, আজকের ভাষণে মোদি বারবার বলছেন, দিদি হেরে গিয়েছে। এবারের স্ট্রাটেজি নাকি তাই। সমস্ত নেতারা মঞ্চ থেকে একটাই কথা বলছে দিদি হেরে গিয়েছে | যদিও দুই পর্বের ভোট হার জিতের প্রশ্নই নেই কিন্তু ভোট ক্যাচাররা যদি সকলের কানে এই মন্ত্র ঢুকিয়ে দিতে পারে দিদি হারছে, তবে আগামী কেন্দ্রের ভোটাররা ভোট দিতে চিন্তা করবে | বাম আমল থেকে বাংলার মানুষ কিন্তু ভোট দেওয়ার মানুষটিকে অনেক আগেই ঠিক করে রাখে।
বিজেপির প্ল্যান-সি
0
April 06, 2021
Tags
Thank You for your important feedback