করোনা টিকা নিলেন অমিতাভ বচ্চন



 


করোনা টিকার এবার প্রথম ডোজ নিলেন বলিউড অভিনেতা তথা 'বিগ বি ' অমিতাভ বচ্চন। টিকা নেওয়ার পর তিনি সেই কথা জানলেন টুইটে। সেখানে তিনি টিকাকরণ নেওয়ার অভিজ্ঞতাও জানালেন। তবে তার পুত্র অভিষেক বচ্চনকে বাদ দিয়ে পুরো পরিবার টিকা নিলেন। তিনি এও জানালেন ,তার পুত্র মুম্বাইয়ে।ছবির শুটিংয়ে।তিনি অবশ্য পরে ফায়ার টিকা নেবেন।তবে তার পরিবার কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে কাল রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর আজ টিকা নিলেন।

যদিও টিকা নেওয়ার পাশাপাশি সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় দেন.চোখে চশমা,পরনে সাদা কুর্তা। গতবছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন।এরপর তার পরিবারের সকলেরই করোনার দেখা মেলে। এবছর তাই টিকা নিতে আর দেরি করলেন না বচ্চন পরিবার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.