উত্তরে সতর্কবার্তা মমতার



 


একদিকে অমিত শাহ যখন মমতাকে আক্রমণ করে বক্তব্য রাখলেন, তারপরই শীতলকুচির বিকল্প বার্তা দিনহাটায় দিলেন তৃণমূল সুপ্রীমো | ভাষণের শুরুতেই কি কি কাজ করেছেন তার রিপোর্ট কার্ড তুলে ধরলেন | মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি বারবার উত্তরবঙ্গে আসি | তিনি জানান যে, ধর্মনিরপেক্ষতা তাঁর লক্ষ, একদিকে পার্থপ্রতীমের মতো রাজবংশী প্রার্থী যেমন তাঁর সাথে আছে তেমন উদয়ন গুহও আছে | তারপরই কৃষি থেকে কন্যাশ্রী থেকে যুবশ্রী ইত্যাদি উল্লেখ করেন | তিনি মহিলাদের জন্য 'লক্ষীর ভান্ডার' অর্থাৎ সামাজিক সুরক্ষার কথা বলেন | তিনি বলেন যে আমরা অবহেলিত বিধবা ভাতা শুরু করেছি |
ভাষণের প্রথমে একেবারেই বিজেপিকে আক্রমণ করেন নি মমতা কিন্তু শেষ পর্বে তিনি ঝাঝিয়ে উঠলেন বিজেপির বিরুদ্ধে | তিনি বলেন নির্বাচন কমিশন চালাচ্ছে অমিত শাহ | সকলকে সতর্ক বার্তা দিলেন ভোটের দিন | অভূতপূর্ব বার্তার একটি ইঙ্গিত ছিল, যখনই বিপাক বুঝবেন তখন পুরুষদের আগে মেয়েরা এগিয়ে যাবেন | তিনি জানালেন তিনি জিতেছেন কিন্তু ২০০ আসন তাঁর চাই |


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post