করোনার বলি কংগ্রেস প্রার্থী

 

করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের | এই জনপ্রিয় দাপুটে নেতার অন্য নাম মন্টু বিশ্বাস, যিনি এলাকায় মন্টুদা হিসাবে বিখ্যাত | দীর্ঘদিন ধরে কংগ্রেস দলটি করছেন, তৃণমূল থেকে বহুবার দল পাল্টাবার অনুরোধ আসলেও তিনি কংগ্রেস ছাড়েন নি | কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মন্টু | তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় | পরে আরও শ্বাসকষ্ট বাড়লে তাঁকে কলকাতায় নিয়ে এসে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | কিন্তু তাঁকে বাঁচানো যায় নি | এবারে সামশেরগঞ্জের ভোটার কি হবে তাই নিয়ে চিন্তিত এলাকার মানুষ | তবে নিয়ম বলে, আপাতত নির্বাচন স্থগিত রাখতে হবে | এই কেন্দ্রে বাম কংগ্রেসের জোট হয় নি, সিপিএমের পক্ষে প্রার্থী মুদাসসার হোসেন | এই রাজ্যে করোনার বলি এই প্রথম |   

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post