শান্তিকুঞ্জের প্রধান মুখ শুভেন্দু অধিকারী এবারে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ছিলেন | তাঁর দল বদলের কয়েকদিনের মধ্যে পদ থেকে অপসারিত হন পরিবারের ছোট ভাই সৌমেন্দু এবং তারপরই যোগ দেন বিজেপিতে | সবশেষে গৃহকর্তা শিশির অধিকারীও অমিত শাহ এবং মোদির মঞ্চে ওঠেন | কিন্তু সেজ ভাই দলের কাজে না আসলেও তৃণমূল ছাড়েন নি | নন্দীগ্রামের ভোট পর্ব শেষ হলে অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে তিনি নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়ে নন্দীগ্রামের সুরক্ষা চাইলেন |
তিনি মনে করেন এই একটি কেন্দ্র যেখানে দুটি গোষ্ঠীর বাস | নিজের ভোট প্রচার করার সময়ে তিনি পারস্পরিক হৃদতাও দেখেছেন কিন্তু সূত্র মারফত জানা গেলো দিব্যেন্দু এলাকায় শান্তি চান | ভোটের সময়ে যথেষ্ট আড়াআড়ি ভাবাবেগে ধাক্কা লেগেছে বলে তাঁর ধারণা | তিনি এলাকার মানবিক মুখ হয়ে নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়ে এলাকায় যাতে শান্তি থাকে সে দিকে নজর দিতে অনুরোধ জানালেন | অবশ্য নিন্দুকেরা বলছে বার্তাটি কালিঘাটেও পাঠানো হলো |
Post a Comment
Thank You for your important feedback