ভ্রষ্টাচারমুক্ত শাসন, গুন্ডামিমুক্ত বাংলা গড়বে বিজেপিঃ ভার্চুয়াল প্রচারে মোদি

করোনা আবহে বঙ্গ সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভার্চুয়ালি এদিন তিনি ভাষণ দিলেন বঙ্গবাসীর উদ্দেশ্যে। শেষ দুই দফার জন্য বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারলেন। তবে এদিন আর তাঁর মুখে একবারও শোনা গেল না স্বভাবসুলভ ‘দিদি ও দিদি’ ডাক। বরং আজ তিনি বিজেপি-র ইস্তেহার এবং উন্নয়নমূলক প্রকল্পের কথাই বেশি বললেন। বক্তৃতাও শুরু করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও আমার দেশের মাটি’র দুটি লাইন দিয়ে। এরপর টানা ৩৩ মিনিট পর্যন্ত ভাষণ দিলেন। সেই ভাষণের বেশিরভাগটাই আর শাসকদল বা তৃণমূলনেত্রীকে আক্রমণে গেলেন না। বরং বললেন, "বিজেপি বাংলার যুবাদের চাকরি, মা বোনেদের সুরক্ষা, জনগণকে ভ্রষ্টাচারমুক্ত শাসন, গুন্ডামিমুক্ত বাংলা, চাষিকে সমৃদ্ধি দিতে চায়। 


প্রধানমন্ত্রী শেষ দুই দফার প্রচারে চারটি জনসভা করার কথা ছিল মালদা, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায়। কিন্তু দেশ ও রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় তা বাতিল করেন মোদি। তার বদলে এদিন ভার্চুয়াল সভা করলেন তিনি। বঙ্গ বিজেপিও ৫৬টি বিধানসভা কেন্দ্রে সামাজিক দুরত্ববিধি মেনে মোদির ভাষণ শোনানোর ব্যবস্থা করেছিল। ভাষণেও তৃণমূলকে আক্রমণে না গিয়ে তিনি বরং এদিন ‘সোনার বাংলা’-র স্বপ্ন ফেরি করলেন। দক্ষিণ কলকাতার জন্য পরিশুদ্ধ পানীয় জল, নিকাশি, আবাসন ও উন্নত গণপরিবহণের কথা বলেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কী কী করবে তার তালিকাও পেশ করলেন নরেন্দ্র মোদি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post