শুক্রবার উত্তরবঙ্গ সফর শুরু করলেন অমিত শাহ | লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোনও আসন পায় নি তৃণমূল, সেই ২০১৯ কে ধরেই শীতলকুচিতে ভোট প্রচার শুরু করলেন অমিত | ভাষণের প্রথমেই কোচবিহারের সমস্ত মন্দিরের ঈশ্বরকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করলেন | তারপর উস্কে দিলেন ওপার থেকে " ঘুসপেটিয়াদের" প্রবেশের কথা | তিনি বললেন 'দিদি' কখনও উত্তরবঙ্গের জন্য কিছু করেন নি | মাত্র ৭০০ কিলোমিটার দূরে কলকাতা অথচ দিদি কোচবিহারে আসার সময় পান না | বক্তব্যবের সিংহভাগই ছিল 'দিদি' |
উন্নয়নের বিষয়ে তিনি জানান রাজবংশীরা দেশের জন্য লড়াই করে | তাঁদের নারায়ণী সেনার কথা উল্লেখ করলেন | তিনি বললেন, নারায়ণী সেনারাই ওপারের আগতদের বিরুদ্ধে লড়াই করেছে | তিনি জানান ২২কোটি টাকা রাস্তা বানানোর জন্য মঞ্জুর করা হয়েছে এবারে দিদি হারছে বিজেপি সরকার এসে উন্নয়ন করবে | বিশ্ববিদ্যালয় করবে যদি মোদিরাজ আসে | খুব বেশিক্ষন সময় দিলেন না শীতলকুচিকে | চলে গেলেন দ্রুত |
Post a Comment
Thank You for your important feedback