দেশে দৈনিক আক্রান্ত ফের ৮১ হাজার ছাড়াল

 
 
দেশে দ্বিতীয়বার করোনার ঢেউ আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যাতে কপালে চিন্তার ভাঁজ ফেলছে আমজনতার। তবুও সাধারণ মানুষের মধ্যে এখনও কোনও সচেতনতার কোনও বালাই নেই। রাস্তায় অধিকাংশের মুখে নেই মাস্ক।অন্যদিকে সামাজিক দূরত্ব বিধি ছাড়াই চলছে অবাধ যাতায়াত। এদিকে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখা আরও বাড়ল। শুক্রবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার। এর পাশাপাশি করণের কবলে মহারাষ্ট্র আরও সঙ্গিন। সেখানে ইতিমধ্যেই লকডান করা হয়েছে অনেক জায়গায়। সেখানকার আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ৪৩ হাজারের কাছাকাছি। যদিও এই নতুন প্রজাতির সংক্রমণের জের আক্রান্ত ও অন্যদিকে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এদিকে মহারাষ্ট্রের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ মুম্বাইয়েও। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৬৪৬ জন। নতুন করে ফের বাড়তে থাকায় আরো একবার চিন্তার মুখে পড়তেই হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.