দ্বিতীয়বার দেশে করোনার ঢেউ সামলাতে বেসামাল ভারত। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লাখ পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে পর্তুগাল ও ফ্রান্স সফর বাতিল করার সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সফর বাতিল করলেও ভার্চুয়ালির মাধ্যমে বৈঠকে উপস্থিত থাকবে এমনটাই জানা যাচ্ছে। ২০২০ সালের মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে পরবর্তী এক বছরে কোনও বিদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী। যদিও এবছরের মার্চে বাংলাদেশ সফরে গিয়েছিলেন তিনি। প্রতিবেশী দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। আগামী ৮ মে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্মেলনে যোগ দিতে পর্তুগালে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। দেশে বাড়ছে করোনার ভয়াবহ পরিস্থিতি। তাই বিদেশ সফর বাতিলের পথে প্রধানমন্ত্রী।
Thank You for your important feedback