করোনা পরিস্থিতে বাতিল ICSE দশম শ্রেণীর পরীক্ষা, সিদ্ধান্ত CISCE

 


দেশে চোখ রাঙাচ্ছে করোনা। এবার সিবিএসসির (CBSC ) পরীক্ষার পর বাতিল করা হল আইসিএসসির দশম শ্রেণীর পরীক্ষা। যদিও  এর আগে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার  কথা বলা হয়েছিল। সেই পরীক্ষা হবে কিনে এই নিয়ে সিদ্বান্ত নেওয়া হবে জুন মাসে। গতবছই করোনার  জেরে একইভাবে একের পর  এক পরীক্ষা বাতিল করা হয় । তবে নতুন বছরে পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায়  স্কুল খোলা হয়। 

 

 

এরপর ফের মার্চ মাস থেকে চিত্রটা বদলে যায়।  লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা। দিনকয়েক আগে ICSE  কাউন্সিল জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।  কিন্তু ফের সিদ্বান্ত বদল করে বোর্ড নতুন করে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠায়। সেখানে রয়েছে ভয়াবহ করোনা পরিস্থিতি তৈরী হচ্ছে। যার জেরে এই পরীক্ষা বাতিলের কথা বলা হয়েছে। আগামী জুন মাসে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কিনা সেই নিয়ে সিধান্ত নেওয়া হবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.