শান্তিতেই ভোট চলেছে হাওড়ায়


 
 অনেকেই ভেবেছিলেন পশ্চিমবঙ্গের প্রাচীনতম বড় শহর হাওড়া নিয়ে অনেক জল্পনা ছিল কিন্তু জল্পনা আপাতত জলে | ভালোই ভোট হচ্ছে সেখানে | সকল থেকে বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন, পুরুষ এবং মহিলাদের উৎসাহ দেখার মতো | শুক্রবার বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত অভিযোগ করেছিলেন সমস্যা হতে পারে কিন্তু কার্যক্ষেত্রে কিছুই হয়নি  | এবারে হাওড়াতে তৃণমূলের দায়িত্বে আছেন মন্ত্রী অরূপ রায় | উল্টোদিকে অনেক রথী মহারথী আছেন বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী প্রমুখ | অরূপের উপর দায়িত্ব বর্তেছে "গদ্দারদের" হারাতে হবে | বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জেতেন হাওড়া থেকে ফলে বিজেপি কে জব্বর লড়াই দিতে হবে | 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post