করোনায় আক্রান্ত মন্ত্রী শশী পাঁজা

করোনায় আক্রান্ত এবার নারী ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার তিনি  একটি অডিও বার্তায় তার সংক্রমণের কথা জানান। একুশের নির্বাচনে শ্যামপুকুরের  তৃণমূল প্রার্থী শশী পাঁজা।আপাতত তিনি বাড়িতেই আছেন।  গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এরপর বুধবার তিনি করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে।  যদিও শশী পাঁজা  অডিও বার্তায় কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অটো করে প্রচারের নির্দেশ দিয়েছেন। সঙ্গে নির্দিষ্ট স্থান থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে তা বিলি করার কাজ করতে বলেছেন। অষ্টম দফায় ২৯ এপ্রিল ভোট উত্তর কলকাতার ৭টি আসনে। আগামী ২৪ এপ্রিল শ্যামপুকুর ও জোড়াসাঁকোয় রোড শো-এ আসার কথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে দুই কেন্দ্রের প্রার্থীরই অভিষেকের সঙ্গে থাকার কথা।  বেড়েই চলেছে আক্রান্তের হার।  এদিকে ভোটের আগেই করোনার কবলে শশী পাঁজা।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.