প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা


  প্রয়াত সিবিআইয়ের (CBI ) প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা।  এ এন আই সূত্রের খবর, শুক্রবার ভোর ৪ টের সময় তিনি মারা  যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  সূত্রের খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।পি টি আই সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।  সংক্রমণের জেরেই তার মৃত্যু। যদিও পরিবারের তরফে এখন ও বিবৃতি দেয়নি। রঞ্জিত সিনহা চাকুরী জীবনে বহু গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। ২০১২ সাল থেকে দুবছরের জন্য তিনি এই পদ সামলেছিলেন। ২০১৭ সালে যদিও কয়লাকাণ্ডে জড়িয়ে গেছিলেন। এমনকি তাকে জেরা পর্যন্ত করা হয়েছিল।  এদিকে করোনার জের তার এই মৃত্যু। এখন ও পর্যন্ত স্পষ্টত নয় বিষয়টি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.