দেশে একদিনে প্রথমবার আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজার, রবিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক মোদির

দেশে গত বছরের তুলনায় এবছর আর ও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হচ্ছে। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। হুঁশ নেই আমজনতার। শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে দেশে এই প্রথমবার আক্রান্তের সংখ্যা আড়াই লাখের গন্ডি পেরল। দেশে একদিনে  উর্ধমুখী করোনা।  বাড়ছে একটিভ কেসের সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক  দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রন্তের সংখ্যা ২ লাখ  ৬১ হাজার ৫০০ জন।   দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ  ৮৮ হাজার ১০৯ জন। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ১৫০১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ১ লাখ  ৭৭ হাজার ১৫০ জন।  ইতিমধ্যে নতুন করে দেশের একাধিক শহর লোকডাউনের পথে হাটছে। রবিবার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের করোনা নিয়ে চূড়ান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। তবে কি গোটা দেশ ফের লকডাউনের পথে হাটবে, প্রশ্ন একটাই। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.