এপ্রিলেই ভারত সফরে আসছেন বরিস জনসন


 ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর এবার আর ও কাটছাঁট হল. চলতি মাসের শেষেই ভারত সফরে আসছেন বরিস জনসন । ভারতে করোনা বেড়ে যাওয়ায় তার এই সিদ্ধান্ত। ২০১৯ সালে ক্ষমতায় আসার পর তার  এটা  দ্বিপাক্ষিক সফর বলা যায়। যদিও করোনার  কারণে জানুয়ারিতে সফর বাতিলে করা হয় ।  এরপর ২৬ এপ্রিল তিনি ভারত সফরে আসছেন। যদিও  ভারতে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কি নিয়ে বৈঠক  করবেন তা এখনো  জানানো হয়নি। তবে করোনা  সংক্রমণ জের অপেক্ষ না করেই আগেই আসছেন  ভারতে বরিস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.