পয়লা বৈশাখে ইক্কতে মেতে উঠলেন সুদীপ্তা



 

 

নতুন বছরে নতুন শাড়ি তে সেজে উঠলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এমনিতেই  গরমে সুতির শাড়ি তার পছন্দের। তাই এই নববর্ষে সেজে উঠলেন ইক্কত শাড়িতে। আর সেই ইক্কত শাড়ি  তে বিভিন্নভাবে তিনি ছবি তুললেন। যদিও সুদীপ্তা  হালকা শাড়ি  পড়তেই পছন্দ করে. এই ইক্কত শাড়ির ডিজাইনার অনুশ্রী  মলহোত্র। প্রতিবছরের মত এবছরেও ডিজাইনারের শাড়ি  পড়তে ভুল করেননি । এই ইক্কত শাড়িতে  বিভিন্ন  গানের কোটেশন তুলে ধরা হয়েছে। সুদীপ্তাএই  ইক্কত শাড়ি  নানাভাবে তুলে ধরেন। যদিও সাজপোশাকে তিনি খুবই শৌখিন। সুদীপ্তা সনাতনী ধাচের শাড়ি পড়ার পাশাপাশি অন্যভাবেও শাড়ি পরেই ফেললেন। যদিও সুদীপ্তা সাজগোজ নিয়ে একটু পরীক্ষা -নিরীক্ষা করতে বেশি পছন্দ করেন। তাই আজ ইক্কত শাড়িতে মেতে উঠলেন সুদীপ্তা।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.