সিবিআই তলবে হাজিরার জন্য সময় চাইলেন অনুব্রত

মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল । গরু পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির । জিজ্ঞাসাবাদের জন্য রবিবারই তাঁকে হাজিরার নোটিশ পাঠায় সিবিআই ।

নিজাম প্যালেসে গরহাজিরা নিয়ে এখনও মুখ খোলেননি অনুব্রত মণ্ডল । তবে ঘনিষ্ট মহল থেকে জানা গিয়েছে, শরীর বিশেষ ভাল নেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতির ।  রাজ্যে করোনার বাড়বাড়ন্তে বাইরে যেতেও ভয় পাচ্ছেন অনুব্রত । সেজন্যই সিবিআইয়ের কাছে কয়েকদিন সময় চেয়েছেন তিনি । 

সোমবারই সিবিআই তলব নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ কেষ্টর বাড়িতে নোটিশ গিয়েছে । কেন ২৭ তারিখ সিবিআই অফিসে যাবেন?  আমি কেষ্টকে বলেছি, একদম যাবি না । নির্বাচনের কাজে বাধা দিতে এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে’। বৃহস্পতিবারই শেষ দফায় নির্বাচন রয়েছে বীরভূমের সব আসনে । তার আগে তৃণমূলের জেলা সভাপতিকে তলব, রাজনৈতিক প্রতিহিংসা বলেই অভিযোগ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। 





Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post