দিল্লিতে বাড়ছে করোনা, কমনওয়েলথ গেমস হবে করোনা হাসপাতাল: কেজরিয়াল


 দেশে প্রতিনিয়ত করোনার উদ্বেগ বাড়াচ্ছে। দিল্লিতে  ক্রমশ বাড়ছে সংক্রমণ। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন। রাজধানী দিল্লিতে করোনা বাড়ছে তাতে হাসপাতালে ৯০ শতাংশ আইসিউতে, অক্সিজেনের অভাব, বাড়ন্ত জীবনদায়ী ওষুধ। এমত অবস্থায় কেজরিয়াল সাফ জানালেন, এবার কমনওয়েলথ গেমস ভিলেজকে করোনা হাসপাতালে পরিণত করা হল।  


রবিবার  কেজরিয়াল বৈঠকে আরও  জানালেন,পরিস্থিতি খুবই খারাপের দিকে।সেক্ষেত্রে চিকিৎসার করতে  হিমশিমের মুখে পড়ছে হাসপাতালগুলি. হাসপাতালে বেড নেই।  তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমনওয়েলথ গেমস ও কিছু স্কুলকে করোনা হাসপাতালে পরিণত করা হল। দেশে হু হু করে বাড়ছে  করোনা। দিল্লিতে গত ২৪ ঘন্টায় ২৪ হাজার নতুন সংক্রমণ হচ্ছে। মৃত্যু হয়েছে ১৬৭ জনের।  দিল্লিতে সংক্রমণ পরিস্থিতি ভয়ানক হওয়ায় কেজরিয়াল সরকার তাই এই সিদ্ধান্তে এলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.