বাড়ছে করোনা, বাংলায় সমস্ত সভা বাতিল করলেন রাহুল

সংযুক্ত মোর্চার সরিক বামফ্রন্ট আগেই ঘোষণা করেছে বাকি দফার ভোটে তাঁরা বড় কোনও সভা সমাবেশ বা মিছিল করবে না। করোনার বাড়বাড়ন্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। এবার অন্য সরিক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধিও বাংলায় সমস্ত প্রচার সভা বাতিল করলেন। রবিবারই তিনি হিন্দি এবং ইংরেজিতে টুইট করে জানালেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি’। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘সব রাজনৈতিক নেতাদেরও এই বর্তমান পরিস্থিতিতে বড় সমাবেশ করা উচিত কিনা সেটা গভীর ভাবে ভেবে দেখা দরকার’। উল্লেখ্য, পঞ্চম দফার ভোটের আগে প্রথমবার রাজ্যে প্রচারে আসেন রাহুল গান্ধি। কংগ্রেস প্রার্থীদের হয়ে দুটি জনসভা করে যান রাহুল। ষষ্ঠ দফার ভোটের আগে তাঁর আসার কথা ছিল নোয়াপাড়া, বাদুড়িয়া, মালদায়। আপাতত সেগুলি আর হচ্ছে না, কারণ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তাই তাঁর সমস্ত প্রচার কর্মসূচি বাতিল করলেন। বাম-কংগ্রেস তাঁদের বড় কর্মসূচি বাতিল করলেও তৃণমূল এবং বিজেপি তাঁদের কোনও কর্মসূচি বাতিল করেনি এখনও। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.