দিল্লিতে ফের অক্সিজেনের অভাবে মৃত্যু হল ২০ রোগীর, অমৃতসরে ৫

আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু হল দিল্লিতে। এবার দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডি কে বালুজা জানিয়েছেন, ‘সরকারের তরফে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। সেই অক্সিজেন শুক্রবার বিকাল ৫টার মধ্যে আসার কথা ছিল। কিন্তু তা এসে পৌঁছয় মধ্যরাতে। ততক্ষণে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে’। জানা যাচ্ছে, দিল্লির গোল্ডেন হাসপাতালে মোট ২২৫ জন করোনা রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যাদের সর্বক্ষণ অক্সিজেন দিতে হচ্ছে। ফলে অক্সিজেনের অভাব দেখা দিতেই এই বিপত্তি বলে দাবি ওই মেডিকেল অফিসারের। উল্লেখ্য, এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছিল। প্রায় এরই পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লির মূলচাঁদ হাসপাতালে। ওই হাসপাতালের আধিকারিক টুইট করে অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অক্সিজেনের অভাবের কথা জানান। তিনি জরুরী (SOS) বার্তায় লিখেছিলেন, ‘জরুরি সাহায্য দরকার। যা অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে ২ ঘণ্টাও চলবে না। অথচ ১৩৫ জন রোগীর অবস্থা সঙ্কটজনক’। অপরদিকে একই ছবি দেখা গেল পাঞ্জাবের অমৃতসরেও। সেখানে অক্সিজেনের অভাবে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.