চামোলিতে ফের ভাঙল হিমবাহ, নিহত ৮, চলছে উদ্ধারকাজ

ফেব্রুয়ারি মাসেই হিমবাহ ভেঙেছিল উত্তরাখণ্ডে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। এবার ফের আতঙ্ক ছড়াল হিমবাহ, উত্তরাখণ্ডের নীতি উপত্যকায় এক তুষার ধসের খবর পাওয়া যাচ্ছে। চিন সীমান্তের কাছেই চামোলিতে এই দুর্যোগে বর্ডার রোড অর্গনাইজেশনের (BRO) একটি ক্যাম্প বরফের তলায় চলে গিয়েছে বলেই জানা যাচ্ছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, জোশীমঠের কাছে ভারত-চিন সীমান্ত লাগোয়া নিতি উপত্যকায় ওই হিমবাহটি ভেঙে পড়ে শুক্রবার রাতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহনীর উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ২৯১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সেই সঙ্গে ৮ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নীচে নামিয়ে আনার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত টুইট করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘আমরা নীতি ভ্যালির সুমনা এলাকায় হিমবাহ ভাঙ্গার খবর পেয়েছি। আমি এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছি। আমি জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গনাইজেশনের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছি। জেলা প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সব তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি। এনটিপিসি এবং অন্যান্য প্রকল্পে রাতের বেলা কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে’। চামোলি জেলা প্রশাসনের তরফে জানা যাচ্ছে, যে এলাকায় তুষারধসের ঘটনা ঘটেছে, সেই এলাকায় মানুষের বসতি নেই। তবে সেনাবাহিনী এবং বিআরও ক্যাম্প রয়েছে সেখানে। গত কয়েক দিন থেকেই এই অঞ্চলে খারাপ আবহাওয়া ছিল। বৃষ্টিপাত হচ্ছিল। কখনও ভারী তুষারপাতও হচ্ছিল বলে জানিয়েছে চামোলি জেলা প্রশাসন। গোটা ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এই বিপদে সব রকম সাহায্য করা হচ্ছে। দ্রুত উদ্ধারের জন্য সবরকম নির্দেশ দেওয়া হয়েছে।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.