করোনার দ্বিতীয় ধাক্কায় দেশজুড়ে অক্সিজেনের আকাল চলছে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুও অব্যহত। দিল্লির পর এবার হরিয়ানাতেও অক্সজেন না পেয়ে মারা গেলেন ৫ জন রোগী। এই খবরে ওই হাসপাতালের বাইরে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা। হাসপাতালের বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত অক্সিজেনের অভাবে হরিয়ানায় গত ২৪ ঘন্টায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হরিয়ানার হিসারের এক হাসপাতালে পাঁচজন রোগীর মৃত্যু হয়। এর আগে রবিবার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মারা যান ৪ জন করোনা আক্রান্ত। অপরদিকে রেওয়ারির একটি হাসপাতালে আরও ৪ করোনা রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে বলেই মনে করছেন হরিয়ানার স্বাস্থ্য কর্তারা। তবে কেন এই পরিস্থিতি তৈরি হল বা অক্সিজেনের অভাবেই রোগী মৃত্যু কিনা সেটা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। উল্লেখ্য, গত কয়েকদিনে দিল্লিতেও বিভিন্ন হাসপাতালে ৫০ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। অন্য রাজ্য থেকে লিকুইড অক্সিজেন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লি প্রশাসন।
Post a Comment
Thank You for your important feedback