এবারই প্রথম ভোট দেওয়া হল না বুদ্ধবাবুর

কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের ভোটার তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও ভোট দিতে গিয়েছিলেন বুথে। কিন্তু এবারই প্রথমবার ভোট দেওয়া হচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন তিনি। ফলে বাড়ি থেকে বেরতে নিষেধ করেছেন চিকিৎসকরা। সূত্রের খবর, তাঁর ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও বাধ সাধল শরীর। মূলত সিওপিডি (COPD) সমস্যা থাকায় মাঝেমধ্যেই শারীরিক অবস্থার অবনতি হয় বুদ্ধবাবুর। করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য ভোটগ্রহণ হচ্ছে। ফলে আপাতত বাড়ির বাইরে বেরোনো বারন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মূলত চিকিৎসকের আপত্তিতেই তাঁর ভোট দেওয়া হল না বলেই বামফ্রন্ট সূত্রে জানা যাচ্ছে। সাম্প্রতিককালে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এরপর বাড়ি ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অপরদিকে বুদ্ধবাবুর বয়স ৮০ হয়নি, তাই কমিশনের পক্ষে তাঁর বাড়ি গিয়ে ভোট নিয়ে আসা সম্ভব হয়নি। তাই এবারই প্রথম ভোট দিতে পারলেন বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.