মহারাষ্ট্রে ভয়ঙ্কর ভাবে বাড়ছিল করোনার নব্য সংক্রমণ। ফলে সপ্তাহান্তে লকডাউন ঘোষিত হয়েছে আগেই। নাইট কার্ফুও লাগু হয়েছে মুম্বই সহ বেশ কয়েকটি শহরে। এর সঙ্গে বহু এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এবারে লকডাউন ঘোষণা করতে হবে গুজরাটেও, আদেশ হাইকোর্টের। জানা গিয়েছে গুজরাটে প্রতিদিন প্রায় ৩০০০ মানুষ আক্রান্ত হচ্ছেন। কাজেই মহামান্য হাইকোর্ট মনে করছে এটা আটকাতে লকডাউন জারি করা প্রয়োজন। তবে সম্পূর্ণ নাকি আংশিক সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবেন গুজরাট সরকার। মঙ্গলবার অবশ্য সংক্রামিত হওয়ার সংখ্যা কম কিন্তু এতে আল্হাদিত হওয়ার কিছু নিয়ে হয়তো কালই বেড়ে যাবে। আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও বৈঠক করবেন। এখানেও সমস্যা যে ৫ রাজ্যে ভোট চলছে সেখানকার দায়িত্ব নেবেন কে? সবাইতো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের অবস্থাও মোটেই ভালো নয়, কিন্তু তার গণনা করবে কে?
মহারাষ্ট্রের পর গুজরাটে লকডাউন
0
April 06, 2021
Tags
Thank You for your important feedback